গোপালগঞ্জ জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী টুঙ্গিপাড়া পৌরসভা সদরে কলেজটি অবস্থিত। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ থেকে ১.৫০ কিলোমিটার দক্ষিনে এবং মধুমতি নদী থেকে ০.৫০ কিলোমিটার উত্তরে টুঙ্গিপাড়া পৌরসভার ০৯ নং ওয়ার্ডের পাটগাতি গ্রামে এক মনোরম স্থানে কলেজের অবস্থান। কলেজের মোট জমির পরিমান ৬.৪৫ একর।
এই কলেজে একটি প্রশাসনিক ভবন, একটি বিজ্ঞান ভবন, একটি আই, সি, টি ভবনসহ তিনটি বিজ্ঞানাগার, একটি সমৃদ্ধ আই, সি, টি ল্যাব, একটি ছাত্র হোস্টেল ও একটি ছাত্রী হোস্টেল(নির্মানাধীন) আছে, যা এই কলেজের শিক্ষার পরিবেশকে উন্নত ও আধুনিক করেছে।
এখানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩০০০ জন, শিক্ষক ৫১ জন ও অশিক্ষক-কমর্চারী ১৯ জন। উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে। স্নাতক শ্রেণিতে কলা, বিবিএস ও বিজ্ঞান অনুষদ রয়েছে। ব্যবস্থাপনা, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক সম্মান (অনার্স) কোর্স চালু রয়েছে। কলেজটি ১৯৮৬ সালের ১৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ২০১০ সালের ০৬ জুলাই জাতীরকরণ হয়। কলেজের সকল পরীক্ষার ফলাফল সন্তোসজনক। অত্র কলেজ প্রতিষ্ঠা হওয়ায় এলাকার ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহনের পথ সুগম হয়েছে।